Monday, January 14, 2013

Jatya Party Supports Tobacco Control Law Amendment

Smoking and tobacco use kills people; generates adverse impact on public health and economy. Jatya Party Chief and former President Hussain Muhammad Ershad expressed JP support to law amendment for death reduction and enhancement of public health.

At 1.00 PM former President Hussain Muhammad Ershad told Bangladesh Anti-Tobacco Alliance (BATA) team “We have strong support to law amendment in order to improve public health”. He also assures supporting law amendment in ensuing session of National Assembly.

Bangladesh Anti-Tobacco Alliance (BATA) team said that chewable tobacco is not included in the existing law for which it is not possible to control these products. In addition, the written messages are not viable for the illiterate. So, pictorial health warning needs to be given on packs of tobacco products. Jatya Party Chief and former President Hussain Muhammad Ershad was intently requested for his support to include these issues through law amendment. It is to mention that Jataya Party is one of the major members of the Mohajote government.

There is no confusion that tobacco harms public health, environment and economy. Bangladesh Anti-Tobacco Alliance (BATA) recommended law amendment for inclusion of all kinds of tobacco products in the law, extension of scope of authorized officer for law implementation, giving pictorial health warning on tobacco packs and stopping direct and indirect advertisements of tobacco products.  The recommendation was made while meeting Jatya Party Chief and former President Hussain Muhammad Ershad as part of the activities for creating support of Parliament Members for law amendment.

The Bangladesh Anti-Tobacco Alliance (BATA) team was composed of Ibnul Sayed Rana, Executive Director of Nirapad Development Foundation (NDF), and Gaus Piaree Mukti, Director (Admin), Sayeda Anonna Rahman, National Advocacy Officer as well as Media Advocacy Officer Syed Saiful Alam of WBB Trust.
It needs to mention that, Jatiya Party (JP) is 3rd populated political party in Bangladesh led by former Prisident of Bangladesh, Hussain Muhammad Ershad. JP also 3rd major political party at the current parliament and second biggest party of current 14 party coalition government. 

Tuesday, January 8, 2013

ফসলি জমিতে তামাক চাষ নয়

ফসলি জমিতে তামাক চাষ নয় 


দেশের খাদ্য উৎপাদন ব্যাহত করে ৭৪ হাজার হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে। অবিলম্বে সরকারকে খাদ্যের জমিতে তামাক চাষ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বেসরকারী সংস্থা  উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারনী গবেষণা (উবিনীগ) ও ডব্লিউবিবি ট্রাস্ট আয়োজিত ‌‌'তামাক চাষ ও বিঁড়ি কারখানায় নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের সম্ভাবনা ও করনীয়" শীর্ষক সেমিনারে বক্তারা এ দাবী করেন। উবিনীগ'র নির্বাহী পরিচালক ফরিদা আখতার সেমিনারে সভাপতিত্ব করেন।

ফরিদা আখতার বলেন, তামাক সেবন ও তামাক চাষ স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকারক হওয়া সত্ত্বেও দেশের বিস্তৃর্ন এলাকা জুড়ে তামাক চাষ হচ্ছে। ফসলি জমিতে এই তামাক চাষ অবিলম্বে বন্ধের পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, তামাক উৎপাদন বন্ধ হলে ২৫ লাখ মানুষ বেকার হয়ে যাবে বলে তামাক উৎপাদনকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে। অথচ দেশে মাত্র দুই লাখ মানুষ তামাক উৎপাদনের সঙ্গে জড়িত।

তিনি আরো বলেন, সরকারের উচিত তামাকজাত পন্যের উপর বাড়তি কর আরোপ করে এই করের টাকায় দুই লাখ তামাক শ্রমিকের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা।সেমিনারে মূল আলোচক ছিলেন, ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক সৈয়দ মাহবুবুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র টেকনিক্যাল অফিসার ডা. মাহফুজুল হক, পবিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান প্রমুখ।