Sunday, March 31, 2013

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত



“তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন,প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ” প্রতিপাদ্য বিষয়ের আলোকে খুলনাতে বিভাগীয় পর্যায়ে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। খুলনা জেলা টাস্কফোর্স, এ্যাকশান ইন ডেভেলপমেন্ট-এইড, সিয়াম,টঋঅঞ, আলোর দিশারী,উইশ, সুবাস, তামাক বিরোধী জোট সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর উদ্যোগে সকাল ১০.০০ টায় স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে সকাল ১২.৩০ টায় এক বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনা সিটি রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক মল্লিক আবিদ কবীর এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার দীপক রঞ্জন বিশ্বাস, এইড এর প্রকল্প সমন্বয়কারী মোঃ দোয়া বখ্শ শেখ, টঋঅঞ এর পতিনিধিও আলোর দিশারী’র নির্বাহী পরিচালক মোঃ ফারুক হোসেন, স্বাগত বক্তব্য রাখেন এইড’র সহকারী প্রকল্প সমন্বয়কারী তৌহিদুর রহমান ডিটো।
এছাড়াও বক্তব্যে রাখেন সিয়াম’র সভাপতি আকবর আলী, ধ্রুব’র পরিচালক এম এ এইচ আযম, সুবাস বি এল কলেজের সভাপতি ইয়াছির আরাফাত মিঠু, খূলনা বিশ্ববিদ্যালয় এর সভাপতি নুরুল আলম, রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের উপ যুব প্রধান সুমা রাণী মন্ডল, বক্তারা  বলেন তামাকের আগ্রাসন থেকে জন স্বাস্থ্য  রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন করতে হবে। তামাক নিয়ন্ত্রন আইনের সংশোধনের মাধ্যমে তামাকজাত দ্রব্যের সকল প্রকার বিজ্ঞাপন,প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়েছে। অতিথিগণ তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের লক্ষে দ্রুত সংশোধিত আইনের বিধি প্রনয়নের এবং আসন্ন বাজেটে তামাকজাত দ্রব্য’র উপর কর বৃদ্ধি করার আহবান জানান। সাথে সাথে টাস্কফোর্স কমিটিকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনের বাস্তবায়নে আন্তরিক হওয়ার জন্য অনুরোধ করেন।

বিশ্ব তামাক মুক্ত দিবস কে সামনে রেখে এইড এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্যোগে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ধূমপানমুক্ত প্রচারাভিযান পরিচালনা করা হয়। এছাড়াও খুলনা জেলার বিভিন্ন স্থানে লিফলেট ক্যাম্পেইন,স্টিকার ক্যাম্পেইন, পাবলিক প্লেসে ধূমপানমুক্ত সাইন বিতরণ, পোস্টার ক্যাম্পেইন,মোবাইল কোর্ট এর মধ্য দিয়ে সকল কর্মসূচি সম্পন্ন হয়। সমগ্র অনুষ্ঠানসমূহ সমন্বয় সাধন করেন তামাক বিরোধী জোটের নেতা শাহ-আরাফাত রাহিব,এইডের তামাক নিয়ন্ত্রন প্রকল্পের কর্মকর্তা তৌহিদ-উদ-দৌলা রেজা,সিয়ামের নির্বাহী পরিচালক মোঃ মাছুম বিল্লাহ।

No comments:

Post a Comment