Sunday, June 30, 2013

গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবসে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত।।



তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন,প্রচারনা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ আইন অমান্যে জরিমানা ১ লক্ষ টাকা এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৩১মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে  রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বেসরকারী সংস্থা একলাব ও ডাস্ বাংলাদেশ, তামাক বিরোধী জোট  যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে দৌলতদিয়া লঞ্চ ঘাটে সকাল ১০টা থেকে ১১টা এবং ১১টা থেকে ১২টা পর্যন্ত দৌলতদিয়া বাস টার্মিনালে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডাস্ বাংলাদেশের চেয়াম্যান অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, প্রকল্প পরিচালক হেলাল মাহমুদ, অধ্যাপক আওয়াল আনোয়ার, একলাব প্রতিনিধি, উপজেলা ওয়ার্কাস পাটীর সম্পাদক শুকুমার মন্ডল, শ্রমিক নেতা শাজাহান শেখ সহ স্থানীয় জনতা। কর্মসূচীর সংবাদ সংগ্রহের জন্য দৈনিক ইত্তেফাক, যুগান্তর ,কালের কন্ঠ,প্রথম আলো, ভোরের কাগজ, রাজবাড়ীকন্ঠসহ সহ স্থানীয় পত্রিকার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং এ সংক্রান্ত সংবাদ দৈনিক ভোরের কাগজ, দৈনিক রাজবাড়ীকন্ঠ,সাপ্তাহিক অনুসন্ধান সহ স্থানীয পত্রিকায় প্রকাশিত হয়।


No comments:

Post a Comment